আগরতলা : সপ্তাহের প্রতি বৃহস্পতিবার আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ ও জিবি হাসপাতালের তরফে সাংবাদিক সম্মেলন করে বিভিন্ন বিভাগের সাফল্য ও আগামী কর্মসূচী রাজ্যবাসির সামনে তুলে ধরা হয়। নিয়ম করে বিভিন্ন বিভাগের প্রধানরা উপস্থিত থাকেন। এই বৃহস্পতিবার সাপ্তাহিক সাংবাদিক করা মাইক্রো বায়োলজি ডিপার্টমেন্টের পক্ষ থেকে। উপস্থিত ছিলেন জিবির এম এস শঙ্কর চক্রবর্তী, বিভাগের প্রধান তপন মজুমদার, এসোসিয়েট প্রফেসার ডাঃ শিবব্রত ভট্টাচার্য,ডেপুটি এম এস বিধান গোস্বামী সহ অন্যরা।এদিন মাইক্রো বায়োলজি বিভাগের প্রধান তুলে ধরেন এই বিভাগের গুরুত্ব।সংক্রমণ রোগের সমস্ত কিছু ইনভেস্টিগেশন করা হয় এই বিভাগের তরফে। বিভাগের প্রধান ডাঃ তপন মজুমদার জানান এই বিভাগে দুটি বায়ো সেফটি লেভেল থ্রি ল্যাবরেটরি রয়েছে যা কিনা দেশের কোন মেডিক্যাল কলেজে দুটি নেই।তিনি জানান, যক্ষ্মা রোগ নির্মূলে যা যা ব্যবস্থা সবই আছে। শুধু ত্রিপুরা নয়, আসামের থেকেও একাংশের নমুনা আসছে রাজ্যে। আরও ৩-৪ মাস আসবে বলে জানান ডাঃ তপন মজুমদার। অনেক ভাইরাস নির্ণয়েও আর টি পি সি আর নিয়মিত করা হচ্ছে।
জিবির মাইক্রো বায়োলজি ডিপার্টমেন্টের রোগ নির্ণয়ের বিভিন্ন বিষয় তুলে ধরলেন বিভাগীয় প্রধান
192
previous post