আগরতলা : টি এফ এ-র তৎপরতায় ত্রিপুরা রাজ্যের হারিয়ে যাওয়া ফুটবলের সংস্কৃতি পুনরুদ্ধার করা সম্ভব হচ্ছে। উমাকান্ত মাঠ থেকে রাজ্যের স্বনামধন্য ফুটবলাররা নিজেদের জানান দিয়েছেন খেলাধূলার মাধ্যমে। তিনি আশা প্রকাশ করেন হৃত গৌরব ফিরে পাওয়া যাবে। দ্বিতীয় ডিভিশন ফুটবলের আসরের সূচনা করে একথা বললেন পরিবহণ মন্ত্রী সুশান্ত চৌধুরী। এিপুরা ফুটবল এসোসিয়েশন পরিচালিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে বুধবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে মুখোমুখি হয় ২০২২ সালের তৃতীয় ডিভিশন ফুটবল প্রতিযোগিতার ফাইন্যাল খেলা দু’টি দল ভারত রত্ন সংঘ ও ব্লাড মাউথ ক্লাব। ম্যাচে ২-১ গোলের ব্যবধানে ভারত রত্ন সংঘকে পরাজিত করে জয় দিয়ে লিগ শুরু করে ব্লাড মাউথ ক্লাব। এদিনের খেলায় ব্লাড মাউথ ক্লাবের হয়ে গোল দু’টি করে খেলার ২৬ ও ৮৬ মিনিটে যথাক্রমে প্রীতম সরকার ও আচাইপাং জমাতিয়া। অন্যদিকে ভারত রত্ন সংঘের হয়ে গোলটি করে ম্যাচের ৭০ মিনিটে কেবিন ডারলং । উদ্বোধনী ম্যাচে মাঠে প্রচুর ফুটবল প্রেমী অংশ নেন। উপস্থিত ছিলেন মন্ত্রী ছাড়াও, টি এস এ সম্পাদক প্রণব সরকার সহ অন্যরা।
দ্বিতীয় ডিভিশন ফুটবলের আসরের সূচনা করলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী
148