আগরতলা : রাজ্যে চতুর্থ জাতীয় লোক আদালত বসে শনিবার। এদিন উচ্চ আদালত সহ রাজ্যের জেলা-মহকুমা আদালত গুলিতে ৬৭ টি বেঞ্চ বসে। আগরতলা আদলত চত্বরেও বসে লোক আদালত। ত্রিপুরা রাজ্য আইন সেবা কর্তৃপক্ষের উদ্যোগে হয় এই জাতীয় লোক আদালত। কয়েক হাজার মামলা নিস্পত্তি হয়। কম খরচে এই সুবিধা পান মানুষ। পূর্বব্রতী বিরোধ সংক্রান্ত, ব্যাঙ্ক ঋণ পরিশোধ সংক্রান্ত, আদালতে বিচারাধীন, মোটর দুর্ঘটনা ক্ষতি পূর্ণ মামলা, ভোক্তা আদালত সংক্রান্ত মামলা, আপোষ যোগ্য ফৌজদারি বিরোধ মামলা, বৈবাহিক বিরোধ মামলা সহ বিভিন্ন মামলা এদিন নিস্পত্তির জন্য উঠে। আগরতলা আদালত চত্বরে সবচেয়ে বেশি বেঞ্চ বসে এদিন। ত্রিপুরা রাজ্য আইন সেবা কর্তৃপক্ষের সদস্য সচিব ঝুমা দত্ত চৌধুরী জানান, অল্প সময়ে মামলা শেষ করার সুযোগ মিলে এই আদালতে এদিন।লোক আদালত ঘিরে এদিন ভালো সাড়া পড়ে।
চতুর্থ জাতীয় লোক আদালত ঘিরে ভালো সাড়া রাজ্যে
245