আগরতলা : ককবরক রোমান স্ক্রিপ্ট, এসটিজিটি সহ বিভিন্ন বিষয় নিয়ে বাজেট অধিবেশনে বিরোধীরা একজোট হয়ে সরকারকে চেপে ধরতে পারে। বৃহস্পতিবার বিধানসভায় সাংবাদিক সম্মেলনে বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মার কথায় অনেকটা স্পষ্ট। এদিন সাংবাদিক সম্মেলনে বিরোধী দলনেতা জানান ,জুন মাসের শেষের দিকে রাজ্য সরকারের তরফে একটি বিজ্ঞপ্তি জারি হয় ককবরক ভাষার উন্নয়ন ও স্ক্রিপ্ট নিয়ে কমিটি গঠনের। সেই কমিটি বাতিলের দাবি জানান তিনি। উনার দাবি যারা ককবরক নিয়ে চর্চা করে সেই সংস্থা, সংগঠনের লোক রাখা হয়নি কমিটিতে। তাই এই কমিটি বাতিল করতে হবে। বিরোধী দলনেতা বলেন এই সরকার সিদ্ধান্তহীনতায় ভুগছে। ২০২২ সালের এস টি জি টি পরীক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এনিয়ে সরকার ভুমিকা নিয়ে সরব হন বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা। তিনি অভিযোগ করেন ৯ মাস পেরিয়ে যাওয়ার পরেও রাজ্য সরকার এদের ফল প্রকাশ করছে না। এমনকি মেধা তালিকা তৈরি করেনি।
ককবরক ভাষার জন্য সরকারের গঠন করা কমিটি বাতিলের দাবি বিরোধী দলনেতার
191