আগরতলা : রাজ্যের উন্নয়নের প্রশংসা করলেন নীতি আয়োগের সদস্য ডঃ ভি কে সরস্বত।তিনি বলেন, ত্রিপুরা এগিয়ে যাচ্ছে দ্রুত সবক্ষেত্রে।নীতি আয়োগের ৭ সদস্যের প্রতিনিধি দল মঙ্গলবার তিন দিনের সফরে ত্রিপুরায় আসেন। সফরের দ্বিতীয় দিনে তারা বৈঠক করেন ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন, সিভিল সোসাইটি এবং একাডেমি অফ ত্রিপুরা প্রতিনিধিদের নিয়ে সঙ্গে। বুধবার রাজ্য অতিথিশালায় হয় বৈঠক। বৈঠকে ছিলেন নীতি আয়োগের সাত জনের প্রতিনিধি দলি। যার নেতৃত্বে রয়েছেন নীতি আয়োগের মেম্বার ডঃ ভি কে সরস্বত,সিনিয়র এডভাইজার রাজীব কুমার সেন, ডেপুটি সেক্রেটারি হেমন্ত কুমার মিনা সহ অন্যান্যরা। এছাড়াও ছিলেন ইন্ডাস্ট্রি এসোসিয়েশন, সিভিল সোসাইটি ও একাডেমি অফ ত্রিপুরার প্রতিনিধিরা। রাজ্যের আগামী দিনে কি কি শিল্প গড়ে উঠতে পারে সেসব সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। উল্লেখ্য, মঙ্গলবার তিন দিনের সফরে আসা নীতি আয়োগের প্রতিনিধিরা রাজ্য প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। এর পরে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার সরকারি আবাসেও দীর্ঘ বৈঠক করেন বিভিন্ন বিষয় নিয়ে।
শিল্প উদ্যোগীদের সঙ্গে নীতি আয়োগের বৈঠক
137
previous post