আগরতলা : মন্ত্রীরা নীতি নির্ধারণ করেন। কিন্তু তা বাস্তবায়ন করেন সরকারি কর্মচারীরা।সেখানে কর্মচারীরা সরকারের অখণ্ড অংশ। কর্মচারীদের সহযোগিতা ছাড়া কোন প্রকল্পে সফলতা আসবে না।করণিকদের সক্রিয় অংশ গ্রহণ ছাড়া সরকারি দপ্তর অচল। বুধবার পরিবহণ দপ্তরে নিয়োগ প্রাপ্তদের হাতে অফার তুলে দিয়ে একথা বললেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। জে আর বি টির মাধ্যমে সরকারি বিভিন্ন দপ্তরে গ্রুপ- সি পদে নিয়োগ প্রাপ্তদের মধ্যে অফার বিলি করা হচ্ছে। মন্ত্রীরা পৃথক পৃথক ভাবে নিজ নিজ দপ্তরে নিয়োগ প্রাপ্তদের হাতে অফার তুলে দিচ্ছেন। বুধবার পরিবহণ দপ্তরে করণিক পদে ৮ জনের হাতে অফার দেওয়া হয়। এদিন মহাকরণে ছোট্ট একটি অনুষ্ঠানে দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী অফার তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবহণ দপ্তরের কমিশনার সুব্রত চৌধুরী, অর্থ দপ্তরের অতিরিক্ত সচিব, স্বরাষ্ট্র দপ্তরে উপ-সচিব,পরিবহণ দপ্তরের উপ- সচিব, তথ্য-সংস্কৃতি দপ্তরের সহকারী অধিকর্তা সহ অন্যান্য আধিকারিকরা।এর আগে ১৮ ডিসেম্বর খাদ্য দপ্তরে করণিক পদে ৩৭ জনের হাতে অফার তুলে দিয়েছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।
পরিবহণ দপ্তরে করণিক পদে ৮ জনের হাতে অফার দিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী
159
previous post