আগরতলা : ফুটবল নিয়ে আধুনিক সিস্টেমগুলি সম্পর্কে কোচদের অবগত করতে তাদের প্রশিক্ষনের দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তারা কিভাবে শিশুদের শেখাবে তা কোচদের জানানো। সেজন্য কোচদের নিয়ে সি লাইসেন্স ডিপ্লোমা সার্টিফিকেট কোর্সের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার এর সূচনা হয়। ১১ দিন ব্যাপী চলবে এই সার্টিফিকেট কোর্স।ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সহযোগিতায় চলবে এই প্রশিক্ষণ পর্ব।এশিয়া ফুটবল কনফেডারেশন সি লাইসেন্স ডিপ্লোমা সার্টিফিকেট কোর্সের আয়োজন করা হয় আগরতলা উমাকান্ত মাঠে। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের কোচ এডুকেটর জয়ব্রত ঘোষের তত্ত্বাবধানে ১১ দিনের এই কোর্সে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে কোচরা অংশ নেন।প্র্যাকটিক্যাল ও থিউরি ক্লাসও করানো হবে বলে জানান অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের কোর্স এডুকেটর জয়ব্রত ঘোষ। তিনি জানান, কোচদের দেখানো হবে কোন বয়সের শিশুদের জন্য কি ধরণের অনুশীলন করানো প্রয়োজন। সি ডিপ্লোমার সমস্ত কিছু দেখানো হবে। এদিন ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের তরফ থেকে উপস্থিত ছিলেন ক্যাম্পের কোর্ডিনেটর তন্ময় দেববর্মাও।
সি লাইসেন্স ডিপ্লোমা সার্টিফিকেট কোর্সের আয়োজন ফুটবল কোচদের নিয়ে
300
previous post