147
আগরতলা : প্রতি বছরের মতো এবছরও আগরতলা লক্ষ্মিনারায়ণ বাড়িতে হয় ১২ ঘণ্টা ব্যাপী শিব মহাযজ্ঞ। শুক্রবার সকালে এবছরের যজ্ঞ শুরু হয়। দিনভর চলে যজ্ঞ। অনেক মানুষ যজ্ঞ দেখতে আসেন পুন্যলাভের আশায়। প্রধান পুরোহিত জানান লক্ষ্মি নারায়ণ বাড়ির শিব মন্দির এমন দিনেই প্রতিষ্ঠা হয়েছিল। আর সেজন্যই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে হয়ে থাকে মহাযজ্ঞ। রাজ্য দেশ ও সমাজের মঙ্গল কামনা করা হয় এদিন। ১২ ঘণ্টা ধরে চলে বিশাল মহা যজ্ঞ। বেশ সাড়া পড়ে শিব মহাযজ্ঞকে ঘিরে।