102
আগরতলা : আর এস এস পরিচালিত বিজেপি সরকার দেশে প্রতিষ্ঠিত হওয়ার পরে কোন প্রতিশ্রুতি আজ পর্যন্ত পালন করেনি। দেশে দিনের পর দিন বেকারত্ব বেড়ে চলেছে। রাষ্ট্রায়ত্ত্ব সংস্থা গুলি একের পর এক বিক্রি করে দিচ্ছে। বিজেপি দেশকে দেওলিয়া করে দিচ্ছে। ৯ বছর ধরে দেশকে সাম্প্রদায়িক সুড়সুরি দিয়ে ভাগ করে দেওয়ার চেষ্টা করছে। মঙ্গলবার সিপিআই এর ৯৯ তম প্রতিষ্ঠা দিবসে এই অভিযোগ করলেন দলের রাজ্য নেতৃত্ব মিলন বৈদ্য। তিনি বলেন, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মানুষ যাতে সোচ্চার হন। এদিন সিপিআই রাজ্য দপ্তরের সামনে হয় প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান পতাকা উত্তোলন করেন মিলন বৈদ্য। উপস্থিত ছিলেন অন্যান্য নেতৃত্ব।