আগরতলা : রাজ্যের ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে শিক্ষা দপ্তর ছিনিমিনি খেলছে। রাজ্যের মুখ্যমন্ত্রী যখন শিক্ষা দপ্তর পরিচালনা করছেন তখন এই দপ্তর পেছন থেকে আরও পেছনের দিকে যাচ্ছে। মঙ্গলবার এই অভিযোগ করলেন বাম ছাত্র সংগঠনের নেতা সন্দীপন দে। তিনি অভিযোগ করেন মুখ্যমন্ত্রীর কোন সম্বিত ফিরছে না। স্বপ্নের ফেরীওয়ালার মতো মেডিক্যাল-এডুকেশন হাব হবে কাল্পনিক কথা তুলে ধরছেন। কিন্তু রাজ্যে শিক্ষার যা কিছু ছিল সেটাকেও ধ্বংস করে দেওয়ার জন্যে সরকার তৎপর রয়েছে। মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের প্রি বোর্ডের প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ উঠেছে সম্প্রতি। এনিয়েই এদিন সরব হ্নবাম ছাত্র সংগঠন দ্বয় এস এফ আই- টি এস ইউ। দুই সংগঠন ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবিতে পথে নামে। এদিন তারা মিছিল করে শিক্ষা ভবনের সামনে এসে বিক্ষোভে শামিল হয়। কিছু সময় তারা বিক্ষোভ দেখায়।পরে এক প্রতিনিধি দল মাধ্যমিক শিক্ষা অধিকর্তার সঙ্গে সাক্ষাৎ করে। কর্মসূচীতে উপস্থিত ছিলেন ছাত্র নেতা সন্দীপন দে, সুলেমান আলি, সুজিত ত্রিপুরা, নেতাজী দেববর্মা সহ অন্যরা।
প্রশ্নপত্র ফাঁস কাণ্ডের সুষ্ঠু তদন্তের দাবি বাম ছাত্র সংগঠন দ্বয়ের
203