আগরতলা : থানায় নিখোঁজ ডায়েরি করা হলেও কোন হদিশ পাওয়া যায়নি ক্ষুদ্র ব্যবসায়ী তথা অল ত্রিপুরা অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা এসোসিয়েশনের কার্যকর্তা আল্পনা দাসের স্বামী বিমল দাসের। উদ্বিগ্ন পরিবার। ক্ষুব্ধ সংগঠনের কর্মীরা এ ডি নগর থানায় ডেপুটেশন দিলেন।আগরতলা পুর নিগমের ৩৮ নম্বার ওয়ার্ড এলাকার গজারিয়া গ্রামের বাসিন্দা বিমল দাস। পেশায় তিনি ক্ষুদ্র ব্যবসায়ী। বিমল দাসের স্ত্রী অল ত্রিপুরা অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা এসোসিয়েশনের কার্যকর্তা। প্রায় ৬ দিন ধরে নিখোঁজ এই ব্যক্তি। অনেক জায়গায় খোঁজাখুঁজি করেও উনার হদিশ পাওয়া যায়নি।ঘটনা জানিয়ে পরিবারের তরফে এ ডি নগর থানায় নিখোঁজ ডায়েরি করা হলেও পুলিস কোন খোঁজ এখনও দিতে পারেনি বলে অভিযোগ। এতে হত্যাশ পরিবারের লোকজন।তাই শুক্রবার সংগঠনের এক প্রতিনিধি দল এডি নগর থানায় গিয়ে দায়িত্বপ্রাপ্ত ইনচার্জের সঙ্গে সাক্ষাৎ করে ডেপুটেশন দেন সংগঠনের এক প্রতিনিধি দল। দাবি জানান ২৪ ঘন্টার মধ্যে বিমল দাসকে খুঁজে বের করে দেওয়ার। অন্যথায় বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দেন অল ত্রিপুরা অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা এসোসিয়েশনের নেত্রিত্ব। প্রতিনিধি দলের নেত্রিত্বে ছিলেন সাধারণ সম্পাদিকা মঞ্জুলা চক্রবর্তী।এখন দেখার পুলিস নিখোঁজ ব্যক্তিকে খোঁজে দিতে তৎপর হয় কিনা?
কার্যকর্তার স্বামীর হদিশ দিতে থানায় ডেপুটেশন অল ত্রিপুরা অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা এসোসিয়েশনের
230