256
আগরতলা : রাজ্য সরকার মুখে নেশা মুক্ত ত্রিপুরা গড়ে তোলার কথা বললেও উল্টে মদের লাইসেন্স দিচ্ছে। অভিযোগ নতুন করে রাজ্যে আরও ১০০ টি মদের লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া চলছে। এর প্রতিবাদ জানিয়েছে AIDSO,AIDYO,AIMSS তিন সংগঠন। মঙ্গলবার যৌথ ভাবে তিন সংগঠনের নেতা- কর্মীরা রাজধানীর বটতলায় বিক্ষোভ প্রদর্শন করে প্ল্যাকার্ড নিয়ে।যুব নেতা ভবতোষ দেব বলেন, রাজ্যে নেশার গ্রাফ দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতিতে রাজ্য সরকার নতুন করে আবার মদের লাইসেন্স দিচ্ছে। রাজ্যে যেভাবে অপ সংস্কৃতি বেড়ে যাচ্ছে, নেশায় আসক্ত হচ্ছেন যুব সমাজ। তাদের দাবি সরকার যাতে কোন ভাবেই মদের লাইসেন্স না দেন।