আগরতলা : প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদারের প্রয়াণ দিবস প্রতিবছর যথাযোগ্য মর্যাদায় পালন করে প্রদেশ কংগ্রেস ।এবছর উনার ১৫ তম মৃত্যুবার্ষিকী। বৃহস্পতিবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে হয় শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান। এদিন সকালে প্রদেশ কংগ্রেস ভবনে সামনে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধির রঞ্জন মজুমদারের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন দলীয় নেতা কর্মীরা
এরপর উনার বাড়িতে গিয়েও শ্রদ্ধা নিবেদন করেন তারা। এদিন এক কংগ্রেস নেতা জানান প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদারের মুখ্যমন্ত্রীত্বে রাজ্যে বেকারদের ব্যাপক কর্মসংস্থান, কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধি,বিভিন্ন উন্নয়নমূলক কাজ হয়েছে। তিনি বলেন উনার নির্দেশিত পথেই এগিয়ে নিয়ে যাওয়া হবে আগামী দিনে কংগ্রেসকে।