আগরতলা : ১৯৭৯ সালের ১৯ জানুয়ারি ককবরক ভাষাকে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। প্রতিবছর ১৯ জানুয়ারি এই দিনটি যথাযোগ্য মর্যাদার সঙ্গে প্রতিপালন করা হয়। সরকারি- বেসরকারি উদ্যোগে হয় রাজ্যের বিভিন্ন জায়গায় অনুষ্ঠান। ত্রিপুরা প্রদেশ বিজেপির তরফেও ককবরক ভাষা দিবস পালন উদযাপন করা হয় শুক্রবার। ৪৬ তম ককবরক ভাষা দিবে শুক্রবার সকালে প্রদেশ বিজেপি কার্যালয়ে হয় অনুষ্ঠান। উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, নেতৃত্ব ডাঃ অশোক সিনহা, তাপস ভট্টাচার্য সহ অন্যান্য জনজাতি সংগঠনের কার্যকর্তারা। প্রদেশ বিজেপি সভাপতি বলেন, বিজেপি চায় ত্রিপুরার জনজাতিদের বিকাশ। জনজাতিদের ভাষা, কৃষ্টি-সংস্কৃতি সারা বিশ্বের কাছে যাতে পৌঁছে যায় সেজন্য প্রয়াস নিয়েছে রাজ্য সরকার। পাশাপাশি দেশের প্রধানমন্ত্রীও ত্রিপুরা রাজ্যের জনজাতিদের কৃষি- সংস্কৃতিকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার জন্য তিনিও প্রয়াস নিয়েছেন।
প্রদেশ বিজেপির তরফে ককবরক ভাষা দিবস পালন
146