আগরতলা : ২০২৩-২৪ অর্থবর্ষের বাজেট পেশ হয়েছে বিধানসভায় শুক্রবার। সরকার গরিব কল্যাণে বাজেটে অর্থ বরাদ্দ করেছে।সরকারি বিভিন্ন প্রকল্প রয়েছে। এই প্রকল্পের বিভিন্ন সুবিধা গুলি রাজ্যের মানুষের কাছে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সরকারি কর্মচারীরা গুরুত্বপূর্ণ ভুমিকা নেবে। শনিবার ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের অধিনে থাকা ল্যান্ড রেকর্ডস এন্ড সেটেলমেন্ট ইউনিট কমিটির সম্মেলনে একথা বললেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। দ্বিতীয় দ্বি- বার্ষিক রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয় এদিন টাউনহল সংলগ্ন ডাইরেক্টরেট অফ ল্যান্ড রেকর্ডস এন্ড সেটেলমেন্ট কার্যালয়ে। মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বি এম এস-র সভাপতি শঙ্কর দেব, অবসর প্রাপ্ত অধিকর্তা এম কে নাথ, কর্মচারী সংঘের সাধারণ সম্পাদক অভিজিৎ বিশ্বাস। এদিন সম্মেলন শেষে নতুন কমিটি গঠিত হয় এবং আগামী দিনের কর্মসূচী ঠিক হয়।
রাজ্যের গরিব মানুষের উন্নয়নে বাজেটে অর্থ বরাদ্দ করা হয়েছে- বিকাশ
128
previous post