158
আগরতলা : রাজধানীর পূর্ব থানা এলাকা থেকে চুরি যাওয়া মোটর বাইক উদ্ধার করতে সক্ষম হল পূর্ব আগরতলা থানার পুলিস। মঙ্গলবার রাতে পুলিস দুইজনকে জালে তুলতে সক্ষম হয় লেক চৌমুহনী ও মর্ডান ক্লাব এলাকা থেকে। উদ্ধার হয় প্রায় এক সপ্তাহ আগে চুরি হওয়া বাইক ও স্কুটি। বুধবার ধৃত দুইজনকে আদালতে সোপর্দ করা হয়। থানার ও সি জানান, ধৃতরা জিজ্ঞাসাবাদে আরও কয়েকজনের নাম উঠে এসেছে। শীঘ্রই তাদের জালে তোলা হবে। অভিযোগ আগরতলা শহরে ক্রমাগত চুরির ঘটনা বেড়ে চলেছে। স্বাভাবিক ভাবেই উদ্বিগ্ন সচেতন মহল।