আগরতলা : ২০১৪ সাল থেকে শুরু হয়েছে দেশের অগ্রগতি।কৃষি থেকে প্রযুক্তি সব ক্ষেত্রে দেশে অভাবনীয় সাফল্য এসেছে। আর এখন বিদেশ নীতি হল এক পৃথিবী এক পরিবার। জাতি হল প্রথম এই নীতি গ্রহণ করা হয়েছে। এক ভারত শ্রেষ্ঠ, ভারত। ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লভে। এই বিভিন্ন স্লোগান গুলিকে সামনে রেখে দেশ এগিয়ে চলেছে। প্রজাতন্ত্র দিবসে শুক্রবার একথা বললেন বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ। ২৬ জানুয়ারি প্রতিবছর সারা দেশে যথাযোগ্য মর্যাদায় প্রজাতন্ত্র দিবস পালন করা হয়। সরকারি- বেসরকারি ভাবে হয় অনুষ্ঠান। শুক্রবার সকালে ৭৫ তম প্রজাতন্ত্র দিবসে আগরতলা গান্ধীঘাট শহীদ বেদীর সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন মন্ত্রী রতন লাল নাথ। এর পরে শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করেন। সেখান থেকে মন্ত্রী যান লিচু বাগান অ্যালবার্ট এক্কা পার্কে। সেখানে শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। গার্ড অব অনার দেন টি এস আর জওয়ানরা। পরবর্তী সময়ে মহাকরণের সামনে অনুষ্ঠানে মন্ত্রী যোগ দেন। জাতীয় পতাকা উত্তোলন করেন কৃষি মন্ত্রী। সেখানে গার্ড অব অনার দেওয়া হয় ত্রিপুরা পুলিসের তরফে। উপস্থিত ছিলেন প্রশাসনের পদস্থ আধিকারিক ও মহাকরণে বিভিন্ন স্তরের কর্মচারীরা।
গান্ধীঘাট, মহাকরনে জাতীয় পতাকা উত্তোলন করলেন মন্ত্রী রতন লাল নাথ
132
previous post