আগরতলা : কৃষকদের প্রতি অন্যায় আচরণ ও বিশ্বাসঘাতকতার বিরুদ্ধে সংযুক্ত কিষান মোর্চা সহ সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলো আবার আন্দোলনে নামছে।২৬ জানুয়ারি থেকে এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে “জনজাগরন’।অভিযোগ ৩৫৮ দিনের মোর্চার ৫০০টি কৃষক সংগঠনের আন্দোলন স্থগিত হয়েছিল যে লিখিত প্রতিশ্রুতি ও প্রধানমন্ত্রী ক্ষমা চাওয়ার ভিত্তিতে,তার একটিও নরেন্দ্র মোদি সরকার কার্যকর করেনি।নানাভাবে সরকারের পেটোয়া কয়েকজন কৃষকনেতাকে দিয়ে ভুল বোঝানোর চেষ্টাও করা হয়েছে।সফল হয়নি। এই ধরনের অপচেষ্টা চলছে গত তিন বছর ধরে।এবার উত্তর নিতে সংযুক্ত কিষান মোর্চা আবার মাঠে নেমেছে।সাথে রয়েছে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলিও।২৬ জানুয়ারি সারা দেশের ৫০০টি গ্রামে হবে ট্রাকটার মিছিল।আগরতলা সহ সমস্ত জেলাগুলোতে এই কর্মসূচি পালিত হবে।এই উপলক্ষে বুধবার আগরতলা সহ সারা ত্রিপুরায় লিফলেট বিলি করা হয়েছে, বিশেষ করে বাজার গুলোতে। চার পাতার লিফলেটে কিভাবে কেন্দ্রীয় সরকার কৃষকদের সাথে প্রতারণা করে চলেছে তার বিবরণ দেওয়া হয়েছে।এই কর্মসূচিকে সফল করতে ও কেন এই কর্মসূচি সেই বার্তা তা ঘরে ঘরে পৌঁছে দিতে লিফলেট বিতরণ করা হয়েছে আগরতলা সহ সমস্ত ত্রিপুরায়।আগরতলায় এই কর্মসূচিতে অংশ নিতে গিয়ে সংযুক্ত কিষান মোর্চা ত্রিপুরার আহ্বায়ক পবিত্র কর বলেন ২৬ জানুয়ারি আগরতলা সহ সমস্ত ত্রিপুরায় প্রতিবাদ সভা হবে।আগরতলায় এই সভা হবে প্যারাডাইস চৌমহনিতে বিকেল তিনটের সময়।তিনি অভিযোগ করেন যে দিনের পর দিন নরেন্দ্র মোদী সরকার কৃষকদের ধোঁকা দিয়ে গিয়েছেন।২০১৪ সালে নরেন্দ্র মোদি সরকার আসার পর থেকে ২০২২ সাল পর্যন্ত ১ লাখ ৪৭৪ জন কৃষক আত্মহত্যা করেছেন ।তিনি বলেন নানাভাবে তথ্য গোপন করেছে এই সরকার।বুধবার আগরতলার জওহর ব্রিজ থেকে শুরু বটতলা বাজার হয়ে পোস্ট অফিস চৌমহনি পর্যন্ত এই লিফলেট বিলিতে পবিত্র কর, শঙ্কর দত্ত, রতন দাস,মধুসূদন দাস,সুভাষ দাস,সৌমেন্দ্র দত্ত মজুমদার সহিদ মিঞা ও স্বপন মিঞা উপস্থিত ছিলেন।লিফলেট বিলি হয় মঠ চৌমহনি বাজার ,লেক চৌমহনি বাজারেও।
রাজধানীতে কৃষকসভা, শ্রমিক সংগঠনের লিফলেট বিলি
116