195
আগরতলা : আগরতলা শহরের নিরাপত্তা ফের প্রশ্ন চিহ্নের মুখে। চুরির ঘটনা কিছুতেই থেমে নেই। প্রজাতন্ত্র দিবসের আগের দিন ফের চুরি সংঘটিত করলো চোরেরা। ঘটনাটি ঘটে পূর্ব আগরতলা থানাধীন উত্তর যোগেন্দ্রনগর এলাকায়। সেখানে রয়েছে প্রবীর শর্মা নামে এক ব্যক্তির ফার্মেসি। শুক্রবার সকালে তিনি এসে দেখেন ফারমেসির ভিতরে সব কিছু এলোমেলো।ফার্মেসির মালিক জানান পেছনের দিকে তিন কেটে চোর ঢুকেছে। তিনি জানান দোকানে থাকা নগদ প্রায় তিন লাখ টাকা সহ বিভিন্ন জিনিস নিয়ে গেছে। ঘটনার খবর পেয়ে পুলিস এসে তদন্ত করে যান। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।