আগরতলা : সামনেই লোকসভা নির্বাচন। এই নির্বাচনের আগে ও পরে রক্তের সংকট দেখা দিতে পারে। কারণ যারা বছরের বিভিন্ন সময়ে এক্তদান শিবির করে থাকেন তাদের অনেকেই নির্বাচনের কাজে যুক্ত থাকার ফলে সংকট দেখা দেয়। এই বিষয়টি মাথায় রেখে এবং চাহিদার সঙ্গে যোগানের সমতা বজায় রাখার জন্য এগিয়ে এসেছে হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরা।সারা বছর বিভিন্ন সামাজিক কর্মসূচী নিয়ে থাকে এই সংগঠন। গত বছর এই সংস্থা প্রায় ১ হাজার ইউনিট রক্ত দিয়েছে বিভিন্ন শাখার মাধ্যমে। এবছরও তারা সিদ্ধান্ত নিয়েছে ১ হাজার ইউনিট দেওয়ার। তবে এক সঙ্গে নয়। সংগঠনের বিভিন্ন শাখার মাধ্যমে ছোট ছোট শিবি৯রের মাধ্যমে এই রক্ত দেওয়া হবে রক্তের ঘাটতি পূরণে। সেইও লক্ষে শনিবার হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরা আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ ও জিবির ব্লাড ব্যাঙ্কে রক্তদান শিবির করে। বেশ উৎসাহ নিয়ে প্রায় ২০ জন রক্ত দেন। উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ডাঃ প্রদীপ ভৌমিক, সাধারণ সম্পাদক দিবাকর দেবনাথ, কলেজের অধ্যক্ষ ডাঃ অনুপ সাহা, এম এস ডাঃ শঙ্কর চক্রবর্তী, ডেপুটি মেডিক্যাল সুপারিনটেন্ডেন্ট মণিরুল ইসলাম সহ অন্যরা।
জিবিতে রক্তদান শিবির করলো হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরা
149