আগরতলা : প্রবীণ নবীনদের এক সুতোয় বেঁধে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে আগরতলা প্রেস ক্লাবের ৪০ বছর পুর্তি অনুষ্ঠান শুরু হলো। মঙ্গলবার সকালে প্রেস ক্লাবের সবুজ পতাকা নেড়ে শোভাযাত্রার সূচনা করলেন বরিষ্ঠ সাংবাদিক স্রোত রঞ্জন খিসা,আগরতলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সম্পাদক সত্যব্রত চক্রবর্তী,প্রতিষ্ঠাতা সদস্য সুবল কুমার দে, শেখর দত্ত, বরিষ্ঠ সাংবাদিক সমীরণ রায়,সমীর পাল এবং প্রদীপ দত্ত ভৌমিক।ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য সঞ্জীব দেব, অরুণ নাথ, প্রণব সরকার,শানিত দেবরায়, আগরতলা প্রেসক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য সহ পরিচালন কমিটির সদস্যরা। বিভিন্ন সংবাদ মাধ্যমের সম্পাদক, সাংবাদিক, চিত্র সাংবাদিক, সংবাদ মাধ্যমের কর্মী সহ সংবাদ জগতের সকল অংশের মানুষ সামিল হন এই শোভাযাত্রায়। এদিন বর্ণাঢ্য শোভাযাত্রা আগরতলা প্রেস ক্লাবের সামনে থেকে বের হয়ে উজ্জয়ন্ত প্রাসাদ, কামান চৌমুহনি , পোস্টঅফিস চৌমুহনী, আর এম এস চৌমুহনী, ওরিয়েন্ট চৌমুহনী ও রবীন্দ্র ভবনে এসে শেষ হয়। রবীন্দ্র সঙ্গীতের সুরে গলা মিলিয়েছেন অনেকেই তেমনই বাউল সঙ্গীতের সঙ্গেও নাচে মেতেছেন সংবাদ জগতের অনেকেই।শোভাযাত্রায় প্রচুর সংবাদ জগতের লোকজন অংশ নেন। ১৯৮৩ সালে পথচলা শুরু হয়েছিল প্রেস ক্লাবের। ধীরে ধীরে বেড়ে চলা আগরতলা প্রেস ক্লাবের ক্লেব্রে বেড়েছে বর্তমানে অনেক। নতুন নতুন ছেলে- মেয়ে এর সঙ্গে যুক্ত হয়েছেন। সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি, খেলাধুলা, বিনোদ সহ বিভিন্ন কর্মসূচী প্রতি বছরের বিভিন্ন সময়ে নিয়ে থাকে আগরতলা প্রেস ক্লাবে। ৪০ বছর পূর্তিতেও বছর ব্যাপী কর্মসূচী নেওয়া হয়েছে।
আগরতলা প্রেস ক্লাবের ৪০ বর্ষপূর্তির অনুষ্ঠান শুরু শোভাযাত্রা মাধ্যমে
116
previous post