আগরতলা : অবসরে যাওয়ার ৫ বছর হতে চললেও এখনও ভাগ্যে পেনশন জুটেনি। ফলে আর্থিক সঙ্কটে ভুগছেন এক পঞ্চায়েত সচিব। নিজের ন্যায্য পাওনা মিটিয়ে দেওয়ার জন্য দপ্তরের কাছে দাবি জানালেন তিনি।রেগার ৩ লাখ টাকা আত্মসাৎ এর অভিযোগে ২০১২ সালের ১৮ মে বিলোনিয়া আর ডি ব্লকের পঞ্চায়েত সেক্রেটারী হিসাবে কর্মরত স্বপন চন্দ্র দেব রায়কে দপ্তর সাসপেন্ড করে।তাঁর বিরুদ্ধে বিলোনিয়া আদালতে মামলা দায়ের করে পঞ্চায়েত দপ্তর। ২০২২ সালের মে মাসে এই মামলার নিষ্পত্তি ঘটে। একই সঙ্গে বিভাগীয় তদন্ত চলতে থাকে সমান তালে। মাঝে এই তদন্ত চলাকালীন সময়ে সমস্ত কাগজ দিতে পারেনি দপ্তর। বিষয়টি চ্যালেঞ্জ করার পর ২০১৮ সালে তদন্ত পক্রিয়া বন্ধ করে দেওয়া হয়। এরই মধ্যে মামলার নিষ্পত্তি ঘটে। ইতি মধ্যে পঞ্চায়েত সচিব স্বপণ চন্দ্র দেব রায় ২০১৯ সালের ৩১ আগস্ট অবসরে যান।তাও দপ্তরকে আইনীভাবে তাদের জানানো হয়। অভিযোগ অবসরে গেলেও এখনো পর্যন্ত কোন পেনশন সহ বিভিন্ন আর্থিক সুবিধা এখনও পাননি তিনি।আগরতলা প্রেস ক্লাবে রবিবার সাংবাদিক সম্মেলন করে সমস্ত বিষয় জানান অবসর প্রাপ্ত পঞ্চায়েত সেক্রেটারী স্বপন চন্দ্র দেব রায়। আদালতে নির্দোষ প্রমাণিত হওয়ার পরও দপ্তর তা মানতে চাইছে না। অভিযোগ উল্টে তাকে অবসর না দেখিয়ে কর্মরত অবস্থায় রয়েছেন বলে জানানো হচ্ছে। তিনি দাবি জানান উনার পেনশন চালুর পাশাপাশি অন্যান্য বকেয়া মিটিয়ে দেওয়ার।প্রয়োজনে তিনি যে ফের আদালতে কড়া নাড়বেন তাও এক প্রকার জানিয়ে বার্তা দিয়ে রাখলেন অবসর প্রাপ্ত এই কর্মচারী।