আগরতলা : রাজন্য আমল থেকে চলে আসা কের পূজা নিয়ম রীতি নীতি মেনেই এবছরও হবে রাজবাড়ী চত্বরে। মঙ্গলবার সকালে হবে পূজা। সোমবার রাত সাড়ে নটার সময় তোপধ্বনির মাধ্যমে সতর্ক করা হবে জনগণকে। রাজ্য সরকারের আর্থিক সহায়তায় আগরতলার রাজবাড়ীতে কের পূজা হয়ে থাকে। অনেকটাই পরিবর্তিত হয়েছে সময়ের সাথে কের পূজার পরিধি।বর্তমানে রাজবাড়ীর অন্তরমহল ,দুর্গা বাড়ি এবং পুরাতন হাভেলির চতুর্দশ হাভেলি থাকে পূজার আওতার মধ্যে। এই পূজা চলাকালীন সময়ে পূজার পরিধির ভেতর প্রবেশ ও বাইরে যাওয়া নিষিদ্ধ থাকে। আগরতলার উজ্জয়ন্ত প্রাসাদের পশ্চিম প্রান্তে প্রথা মেনে জনজাতিদের এই পূজা হয়। ত্রিপুরার রাজ পরিবারের অন্যতম ধর্মীয় পূজা কের| এই কের পূজায় নিয়ম মেনে হয়ে থাকে| এই পুজার নিয়ম ভঙ্গ করা যায় না।রাজ-পরিবরের ও ত্রিপুরী উপজাতিদের পূজা কের ও খারচি, উভয় পূজা-ই। কিন্তু, ত্রিপুরা ভারতের অধীনে আসার পর থেকে সরকারি ভাবেই প্রতিবছর কের পূজা হয়ে আসছে। এবছরও এর ব্যতিক্রম ঘটবে না। নিয়ম নিষ্ঠার সঙ্গেই পালন করা হবে কের পূজা। সোমবার রাত সাড়ে নটার সময় তোপধ্বনির মাধ্যমে সতর্ক করা হবে জনগণকে।
246
previous post