140
আগরতলা : দীর্ঘ দুই বছর ধরে অঙ্গনওয়ারী সেন্টার গুলিতে অনলাইনে কাজ কর্মীরা করে গেলেও মিলছে বকেয়া বলে অভিযোগ। এও অভিযোগ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গোছরে ভুবার নেওয়া হলেও কোন সুরাহা হয়নি। পাশাপাশি তাদের অভিযোগ তার প্রতি দেড় মাস পর পর ফিডিং বিল দেওয়ার কথা থাকলেও ৫ মাস হয়ে গেছে এখনো বিল দেওয়া হয়নি। এই অবস্থায় ফের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের গোছরে নিতে মঙ্গলবার ডেপুটেশন দেওয়া হয়।এদিন মজদুর মনিটরিং সেল অনুমোদিত ত্রিপুরা অঙ্গনওয়ারী ওয়ার্কার এন্ড হেল্পার এসোসিয়েশানের পক্ষ থেকে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অতিরিক্ত অধিকর্তার নিকট ডেপুটেশন দেওয়া হয়। প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের নেতৃত্ব। এখন দেখার দাবি পূরণে দপ্তর কি পদক্ষেপ নেয়।