আগরতলা : প্রতি মাসে রাজ্যে ধর্ষণ ও গণধর্ষণের ঘটনা ঘটে। বিধানসভায় স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া তথ্যেই তা বেরিয়ে আসে। মহিলা কংগ্রেসের গণঅবস্থানে গিয়ে একথা বললেন বিধায়ক সুদীপ রায় বর্মণ। নারী নির্যাতন-নেশার বিরুদ্ধে সোমবার শহরে গণঅবস্থান করে মহিলা কংগ্রেস। এতে উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মণ ও কংগ্রেসের পরিষদীয় নেতা গোপাল রায়। আলোচনা করতে গিয়ে সুদীপ রায় বর্মণ বলেন, ত্রিপুরায় এখন এমন অবস্থা চলছে যে যা খুশি করে চললেও পুলিস কিছু করবে না। পুলিসকে এতো নতজানু হয়ে কাজ করতে কখনও দেখা যায়নি বলে মন্তব্য সুদীপের। পুলিসের তিনি দোষ দেন না। কারণ পুলিসকে ফ্রি হ্যান্ড কাজ করতে দেওয়া হয় না। তার অভিযোগ সারা রাজ্যে এখন একটা আতঙ্কের পরিস্থিতি কায়েম হয়ে আছে। অন্যায় মানুষের সামনে সংঘটিত হলেও প্রতিবাদ করার সাহস নেই। বাইক বাহিনী, গুন্ডা মাফিয়ারা বাড়ি ঘরে আগুন লাগিয়ে মূল্যবান সামগ্রী তছনছ করে দিচ্ছে সারা রাজ্যে। কয়টার পদক্ষেপ নেওয়া হয়েছে? প্রশ্ন তুলে সুদীপের মন্তব্য পুলিস একটা ঘটনার ক্ষেত্রেও গ্রেপ্তার করতে সাহস দেখাতে পারছে না।
বিধায়ক সুদীপ রায় বর্মণ মন্তব্য করেন, বিজেপি কার্যকর্তা হয়ে যদি অপরাধ করে তাহলে সাত খুন মাফ। এই চলছে রাজ্যে বর্তমানে। একটা দমবন্ধকর পরিস্থিতির মধ্যে রাজ্যে বসবাস করতে হচ্ছে। আইন- শৃঙ্খলা বলতে কিছুই নেই। সব তলানিতে গেছে।