আগরতলা : নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রীত্বের ১০ বছরে চাকরি হয়েছে মাত্র ৮ লাখ। অথচ ২০১৪ সালের আগে মোদী প্রতিশ্রুতি দিয়েছিলেন ক্ষমতায় এলে বছরে দুই কোটি বেকারের কর্মসংস্থানের ব্যবস্থা করার।নরেন্দ্র মোদী স্লোগান তুলেছিলেন দেশ কা যুবা কিউ রয়ে বেরোজগার, আপ কি বার মোদী সরকার। কিন্তু বর্তমানে দেশের যুবরা বলছেন পদ্মফুল শুকিয়ে যাচ্ছে, ঝড়ে যাচ্ছে পাপড়ি, প্রতিশ্রুতি দিয়েও বছরে হল না বেকারদের বছরে দুই কোটি চাকরি।রবিবার প্রদেশ যুব কংগ্রেসের তরফে সাংবাদিক সম্মেলনে এই মন্তব্য করেন সংগঠনের রাজ্য সভাপতি রাখু দাস। সাংবাদিক সম্মেলনে ছিলেন সংগঠনের ত্রিপুরার ইনচার্জ ডঃ পার্থ প্রতিম দত্ত সহ অন্যরা। লোকসভা নির্বাচন সামনে রেখে সর্বভারতীয় যুব কংগ্রেসও বিভিন্ন কর্মসূচী নিয়েছে। রোজগার দাও ন্যায় দাও কর্মসূচী গ্রহণ করা হয়েছে। সারা দেশের সাথে ত্রিপুরাতেও ত্রিপুরা প্রদেশের যুব কংগ্রেসের উদ্যোগে রোজগার দাও ন্যায় দাও অ্যাপের সূচনা হয় প্রদেশ কংগ্রেস ভবনে। পরে সাংবাদিক সম্মেলনে যুব কংগ্রেস সভাপতি রাখু দাস বলেন, যখন দেশের যুবরা নরেন্দ্র মদফির ভাঁওতাবাজি ধরে ফেলেছেন তখন প্রধানমন্ত্রী ধর্মকে নিয়ে রাজনীতি শুরু করেছেন বলে অভিযোগ। রাম মন্দিরের নির্মাণ এখনও শেষ হয়নি। এর পরেও নির্বাচনকে সামনে রেখে রাম মন্দির উদ্বোধনের ব্যস্ত হয়ে গিয়েছিলেন। দেশে ৬৫ শতাংশ যুবক- যুবতী। তাহলে কেন এতো বেরোজগার?
কর্মসংস্থান নিয়ে মোদী সরকারকে নিশানা যুব কংগ্রেসের
147