আগরতলা : চৈতন্য মহাপ্রভুর ২০ বছর আগে এই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন নিত্যানন্দ মহাপ্রভু। ১৪৭৩ খ্রিস্টাব্দে মাঘ মাসে শুক্লা ত্রয়োদশী তিথিতে নিত্যানন্দ মহা প্রভু আবির্ভূত হয়েছিলেন। এদিনে ইসকনের যত সংস্থা আছে সব জায়গায় নিত্যানন্দ ত্রয়োদশী পালিত হয় বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে। নিত্যানন্দ মহা প্রভুর সঙ্গে চৈতন্য মহাপ্রভুর মহাঅভিষেক হয়।বীরভূম জেলায় অবস্থিত একচক্রাধামে কলিযুগ পাবনাবতার, প্রেমদাতা, পরমদয়াল, করুনাময় শ্রী নিত্যানন্দ প্রভুর আর্বিভূত হয়েছিলেন। পূজার্চনার পরে মহা প্রসাদ বিতরণ করা হয়। বৃহস্পতিবার নিত্যানন্দ ত্রয়োদশীতে রাজ্যের বিভিন্ন জায়গায় ইসকন শাখার সঙ্গে আগরতলা ইসকন মন্দিরেও হয় সকাল থেকে পূজার্চনা। রীতিনীতি মেনে হয় পূজা- অর্চনা। প্রচুর ভক্ত সমাগম ঘটে।।এই অনুষ্ঠানকে ঘিরে ভক্তদের মধ্যে বিশেষ উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়।শেষে ভক্তদের মধ্যে মহা প্রসাদ বিতরণ করা হয়।
ইসকন আগরতলা মন্দিরে নিত্যানন্দ ত্রয়োদশী পালন
108
previous post