আগরতলা : বর্তমানে বিজ্ঞানের উন্নতির সঙ্গে সঙ্গে বিজ্ঞানীরা নতুন নতুন অনেক কিছু আবিস্কার করতে পারলেও রক্তের বিকল্প এখনও আবিস্কার করতে পারেনি। কোন ল্যাবরেটরিতে আজো রক্ত তৈরি করা যায়নি।এক ফুটো রক্তের জন্য অন্য মানুষের উপরে নির্ভর করতে হয়। রক্ত দেওয়ার মতো বড় আনন্দ আর কোথাও নেই।বৃহস্পতিবার ধলেশ্বর রামকৃষ্ণ সেবা সংঘে এক রক্তদান শিবিরে একথা বললেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়। একটি বেসরকারি নির্মাণ কারী সংস্থা ও রাম কৃষ্ণ সেবা সংঘের উদ্যোগে হয় রক্তদান শিবির। এদিন সকালে রাম কৃষ্ণ সেবা সংঘেই হয় শিবিরটি। উপস্থিত ছিলেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, সমাজ সেবী চন্দ্র শেখর দে, রাম কৃষ্ণ সেবা সংঘের মহারাজ সহ অন্যরা। রক্তদান শিবিরকে ঘিরে রক্তদাতাদের মধ্যে বেশ উৎসাহ লক্ষ্য করা যায়। শিবিরে কল্যাণী রায় বলেন,রক্তদানের মধ্যে কোন জাতপাত থাকে না। কারণ যে রক্ত দিচ্ছেন কিংবা রক্ত গ্রহণ করছেন তারা জানেন না কাকে রক্ত দিচ্ছে এবং যিনি নিচ্ছেন তিনি জানেন না কার রক্ত গ্রহণ করছেন।
ধলেশ্বর রামকৃষ্ণ সেবা সংঘে সাড়া জাগানো রক্তদান শিবির
224
previous post