আগরতলা : রাজধানীর বর্ডার গোল চক্কর সংলগ্ন এলাকায় গড়ে উঠছে স্বপ্নের লাইট হাউস। সেখানে প্রায় ১ হাজার পরিবারের বসবাসের সুযোগ মিলবে। ফলে এই এলাকার বাজারের কদর বহু গুণ বেড়ে যাবে। ব্যাপক সংখ্যক ক্রেতার সমাগম ঘটবে। সেদিকে মাথায় রেখে বর্ডার গোল চক্কর এলাকার বাজারটির সংস্কার প্রয়োজন হয়ে পড়েছে।বহুদিন ধরে সংস্কারহীন হয়ে পড়ে আছে রাজধানীর বর্ডার গোল চক্কর বাজারটি। তাই সময়ের সাথে তাল মিলিয়ে এই বাজারকে আধুনিক বাজার হিসেবে গড়ে তোলা হবে। যাতে বিক্রেতারা সুন্দর ভাবে ব্যবসা করতে পারেন এবং ক্রেতারা স্বাচ্ছন্দ্যে বাজার করতে পারেন। সেই বিষয়টি মাথায় রেখে মঙ্গলবার বর্ডার গোলচক্কর এলাকার বাজারটি পরিদর্শনে যান আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। সঙ্গে ছিলেন মেয়র ইন কর্পোরেটর মনোজ কান্তি দেবরায়, নিতু গুহ, তুষার কান্তি ভট্টাচার্য, পুর নিগমের কমিশনার ডঃ শৈলেশ কুমার যাদব সহ অন্যরা। তারা পুরো বাজারটি ঘুরে দেখেন এবং কথা বলেন স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে। মেয়র জানান, মাছ , সবজি বাজার যেমন আছে সেভাবে রেখেন সংস্কার হীন জায়গাটি ভেঙে নতুন ভাবে গড়ে তোলা হবে। আলো, জলের ব্যবস্থা সহ রাস্তার সংস্কার করে দেওয়া হবে।
বর্ডার গোলচক্কর বাজার পরিদর্শন মেয়রের
297
previous post