আগরতলা : কয়েকদিনের মধ্যেই ঘোষণা হতে যাচ্ছে লোকসভা নির্বাচন। মাঠে নেমে পড়েছে বিভিন্ন রাজনৈতিকদল গুলি। কিছুটা দেরিতে হলেও লোকসভা নির্বাচন নিয়ে নিজেদের সিদ্ধান্ত নিতে মঙ্গলবার বৈঠক করে রাজ্যের প্রধান বিরোধী দল তিপ্রা মথা। এদিন রাজধানীর গুর্খাবস্তী মানিক্য এনক্লেভে হয় একদিনের বৈঠক। এতে উপস্থিত ছিলেন তিপ্রা মথার প্রধান প্রদ্যোত কিশোর দেববর্মণ, সভাপতি বিজয় কুমার রাংখল সহ অন্যান্য নেতৃত্ব। লোকসভা নির্বাচনে তিপ্রা মথা একা কিংবা কারো সঙ্গে জোটে লড়বে কিনা এই প্রশ্নে প্রদ্যোত কিশোর দেববর্মণ বলেন, বিষয়টি প্রথমে দলের ভিতরে আলোচনা করা হবে। পরে সংবাদ মাধ্যম সহ আমজনতাকে জানানো হবে। তিনি আরও জানান, সময় এলে সামাজিক মাধ্যমেই নিজের দলের লোকজনকে জানিয়ে দেবেন সিদ্ধান্ত।এদিন তিপ্রা মথার প্রধান খোলসা করেননি বিজেপিকে সমর্থন করবেন নাকি বিরোধী দল গুলির সঙ্গে জোটে যাবেন? তবে রাজনৈতিক মহলের মতে, দিল্লিতে গিয়ে ত্রিপাক্ষিক স্বাক্ষরের বিষয়টি সামনে রেখে শাসক বিজেপিকেই হয়তো লোকসভা নির্বাচনে সমর্থন করতে যাচ্ছে তিপ্রা মথা।
নির্বাচন নজরে তিপ্রা মথার বৈঠক
140
previous post