আগরতলা : লোকসভা নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টির তরফে বিকশিত ভারত মোদী কি গ্যারান্টি কর্মসূচীর রাজ্য ভিত্তিক সূচনা হয়েছে ৮ মার্চ আগরতলায়। মূলত আগামীর ভারত নির্মাণে আমজনতার কাছ থেকে পরামর্শ নেওয়ার জন্য রাজ্যের সমস্ত জেলা-মণ্ডলে সাজেশন বক্স রাখা হবে। দলমত ঊর্ধ্বে উঠে মানুষ এই সাজেশন বক্সে নিজেদের মতামত জানাতে পারবেন। রবিবার একযোগে ভারতীয় জনতা পার্টির ১০ টি সাংগঠনিক জেলায় সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে অবগত করেন নেতৃত্ব। এদিন দলের সদর শহর জেলা কমিটির তরফেও সাংবাদিক সম্মেলন করা হয় প্রদেশ বিজেপি কার্যালয়ে। উপস্থিত ছিলেন সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য সহ অন্যান্য কার্যকর্তারা। জেলা সভাপতি বলেন, ভারতকে বিকশিত রাষ্ট্রে পরিণত করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিরলস ভাবে কাজ করে চলেছেন। দেশের মানুষের সাজেশন নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রধানমন্ত্রী কাজ করছেন। তিনি জানান প্রতিটি বিধানসভায় ৭৫ টি করে বক্স রাখা হবে। জেলা স্তরে এই কর্মসূচীর এদিন সূচনা হয়। সদরের ৭ ত্যি মণ্ডলে ৭৫ টি সাজেশন বক্স থাকবে। অসীম ভট্টাচার্য জানান সমাজের বিভিন্ন স্তরের মানুষের মতামত নেওয়ার জন্য বৈঠক করা হবে।
বিজেপি সদর শহর জেলায় থাকবে ৭৫ টি সাজেশন বক্স
151
previous post