আগরতলা : কংগ্রেসকে তরমুজের সঙ্গে তুলনা করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পশ্চিম লোকসভা আসনের ভারতীয় জনতা পার্টির প্রার্থী বিপ্লব কুমার দেব। তিনি মন্তব্য করেন এই তরমুজের কারণে সিপিএম ত্রিপুরায় ২৫ বছর একনাগারে সরকারে ছিল। পশ্চিম আসনে তরমুজ থেকে একজন দাঁড়িয়েছে এবার। রবিবার বড়জলা মণ্ডলে পৃষ্ঠা প্রমুখ ও কার্যকর্তা সম্মেলনে এই মন্তব্য করলেন বিপ্লব কুমার দেব। এদিন ভারতীয় জনতা পার্টি বড়জলা মন্ডলের উদ্যোগে পৃষ্ঠাপ্রমুখ ও কার্যকর্তা সম্মেলন হয়। স্থানীয় নতুননগর রানীর মাঠে হয় সম্মেলন। এতে বড়জলা বিধানসভা এলাকার প্রচুর নারী- পুরুষ অংশ নেন।উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপির প্রার্থী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, এলাকার প্রাক্তন বিধায়ক ডাঃ দিলিপ দাস, বড়জলা মণ্ডলের সভাপতি মুকুল রায় সহ অনান্য কার্যকর্তারা। পশ্চিম লোকসভা আসনের বিজেপি প্রার্থী আলোচনা করতে গিয়ে কংগ্রেস- সিপিএম এর কড়া সমালোচনা করেন। তিনি বলেন, ৬৫ বছর দেশে কংগ্রেস ও ত্রিপুরায় ২৫ বছর কমিউনিস্টের শাসনে মহিলা- যুব বয়স্কদের জন্য কিছু করেনি। ত্রিপুরায় হাজারো লোক খুন হয়েছে কংগ্রেস- সিপিএম এর লড়াইয়ে। আর বিধানসভা ও লোকসভা নির্বাচনে কংগ্রেস সিপিএম এক সাথে লড়াই করছে। এদিকে এদিন আগরতলা মণ্ডলেও হয় বিকেলে পৃষ্ঠা প্রমুখ ও কার্যকর্তা সম্মেলন লোকসভা নির্বাচন উপলক্ষে। কুমারীটিলা মাঠে হয় সম্মেলন। উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, পশ্চিম লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব, প্রদেশ সহ-সভাপতি পাপিয়া দত্ত, সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য, আগরতলা মণ্ডল সভাপতি হীরা লাল দেবনাথ সহ অন্যরা।
দুই মণ্ডলে পৃষ্ঠাপ্রমুখ সম্মেলন বিজেপির
124
previous post