ত্রিপুরা আগরতলা : বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে পুরনো কমিটির সদস্যরাই নতুন কমিটি গঠন করলেন রাজধানীর দশমীঘাট ক্লাব।ক্লাবের সভাপতি হয়েছেন তাপস পাল, সহ-ভাপতি রজত দেবনাথ, সম্পাদক মিটন সাহা, যুগ্ম সম্পাদক সানি কর এবং কোষাধ্যক্ষ হয়েছেন উৎপল সাহা।আগামী তিন বছরের জন্য নতুন এই কমিটি গঠন করা হয়েছে।বৃহস্পতিবার সন্ধ্যায় ক্লাবে সাংবাদিক সম্মেলন করে ক্লাবের নির্বাচন কমিটির তরফে একথা জানানো হয়। ক্লাবের সদস্য দীপঙ্কর দাস জানান ১৯ মে দশমীঘাট ক্লাবে গুরুত্বপূর্ণ সাধারন সভা হয়েছে। সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয় নির্বাচন হবে প্যানেল ভিত্তিক। মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ সময়সীমা ছিল ৫ জুন। দেখা গেছে একটি মাত্র প্যানেল নাম জমা দিয়েছে। পুরনো কমিটির সদস্যরাই নাম জমা দিয়েছেন। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় এই প্যানেল।
দশমীঘাট ক্লাবের নতুন কমিটি গঠিত
404
previous post