আগরতলা : বিভিন্ন কারণে বর্তমান সরকারের উপরে মানুষের সীমাহীন ক্ষোভ।সর্বক্ষেত্রে এই সরকার ব্যর্থ। যে সরকার কাজ করে না সেই সরকারের হাতিয়ার থাকে মিথ্যাচার এবং সন্ত্রাস,গণতন্ত্র নিধন। বর্তমান বিজেপি সরকারের উপরে মানুষ তিতিবিরক্ত। মঙ্গলবার উপ-নির্বাচনের ভোট প্রচারে নেমে একথাগুলি বললেন বাম কংগ্রেস জোট প্রার্থী রতন দাস। পশ্চিম লোকসভা আসনের সঙ্গে ১৯ এপ্রিল ভোট হবে রামনগর বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনের। ইতিমধ্যে প্রার্থী ঘোষণা করেছে কংগ্রেস- বামফ্রন্ট জোট। এই কেন্দ্রে কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী হয়েছেন প্রাক্তন বিধায়ক রতন দাস। মঙ্গলবার দলীয় নেতা-কর্মীদের নিয়ে বাড়ি বাড়ি প্রচারে বের হন রতন দাস। উনার সঙ্গে ছিলেন সিপিএম সদর মহকুমা সম্পাদক শুভাশিস গাঙ্গুলি, ঝলক মুখোপাধ্যায়, পাঞ্চালী ভট্টাচার্য সহ অন্যরা। এদিন বাড়ি বাড়ি গিয়ে বিগত ৬ বছরের অভিজ্ঞতার নিরিখে কংগ্রেস- সিপিএম জোটের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান রতন বাবু। তিনি বলেন, প্রচারে ভালো সাড়া মিলছে, মানুষ এগিয়ে আসছেন। তিনি জনগণের কাছে আবেদন জানান, গণতন্ত্র পুনরুদ্ধারে নির্ভয়ে ভোটদানে এগিয়ে আসার জন্য। পাশাপাশি তিনি বলেন ,লোকসভা নির্বাচনেও বিজেপিকে পরাস্ত করতে হবে।
প্রচারে বের হলেন বাম প্রার্থী রতন দাস
162
previous post