আগরতলা : পশ্চিম ও পূর্ব দুটি লোকসভার আসনেই পদ্মফুল ফুটিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতকে শক্তিশালী করা হবে। সেই সংকল্পকে সামনে রেখেই বিভিন্ন সাংগঠনিক বৈঠক, প্রচার- প্রসার অভিযান সব কিছু শুরু হয়ে গেছে। বুধবার পশ্চিম আসনের সাংগঠনিক বৈঠক নিয়ে একথা বললেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। বুধবার রাজধানীর ভগত সিং যুব আবাসে হয় ভারতীয় জনতা পার্টি পশ্চিম লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে সাংগঠনিক বৈঠক। এতে বিধায়ক- প্রদেশ নেতৃত্ব সহ বিভিন্ন স্তরের কার্যকর্তারা অংশ নেন। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, পশ্চিম আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব, মন্ত্রী রতন লাল নাথ, প্রনজিত সিংহ রায়, সুশান্ত চৌধুরী, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, প্রদেশ সহ- সভাপতি পাপিয়া দত্ত সহ অন্যরা। নির্বাচন পরিচালনার জন্য কিভাবে অগ্রসর হতে হবে এর রূপরেখা তৈরির জন্য সাংগঠনিক বৈঠক করা হচ্ছে।
পশ্চিম আসনের সাংগঠনিক বৈঠক
97