আগরতলা : পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ভারতীয় জনতা পার্টির প্রার্থী বিপ্লব কুমার দেব ও রামনগর বিধানসভার উপ-নির্বাচনের প্রার্থী দীপক মজুমদার মনোনয়ন পত্র দাখিল করবেন ২৭ মার্চ। রাজধানীতে বিশাল মিছিল করে মনোনয়ন পত্র পেশ করার পরিকল্পনা নিয়েছে শাসক দল। এই কর্মসূচী সফল করতে শনিবার ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ে বৈঠক হয়। আগরতলা পুর নিগমের সমস্ত ওয়ার্ডের কর্পোরেটর, সদরের ৯ টি মণ্ডলের সভাপতি, সাধারণ সম্পাদক, সদর শহর ও গ্রামীণ জেলার অফিস বিয়ারার-রা এতে অংশ নেন। উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, রামনগর উপভোটের প্রার্থী তথা মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মণিকা দাস দত্ত, প্রদেশ বিজেপির সহ- সভাপতি পাপিয়া দত্ত, সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য সহ অন্যরা। রবীন্দ্র ভবনের সামনে থেকে শুরু হবে তাদের মিছিল।
প্রার্থীর মনোনয়ন পেশ নিয়ে বিজেপির বৈঠক
179
previous post