আগরতলা : প্রতিবছর যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা সংগ্রামী শহীদ ভগত সিং, সুখদেব ও রাজগুরুর শহীদান দিবস পালন করে থাকে। প্রতিবছর বাম ছাত্র- যুব সংগঠন গুলি তিন শহিদকে স্মরণ করে। এবছরও এর ব্যতিক্রম ঘটেনি। শনিবার সকালে চার বাম ছাত্র-যুব সংগঠন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন, উপজাতি যুব ফেডারেশন, ভারতের ছাত্র ফেডারেশন, উপজাতি ছাত্র ইউনিয়নের তরফে হয় শহীদ দিবসের অনুষ্ঠান। মেলারমাঠ ছাত্র-যুব ভবনের সামনে কর্মসূচীতে উপস্থিত ছিলেন যুব নেতা পলাশ ভৌমিক, নবারুণ দেব, কৌশিক রায় দেববর্মা, ছাত্র নেতৃত্ব সন্দীপন দেব, সুজিত ত্রিপুরা, নেতাজী দেববর্মা সহ অন্যরা। তারা শহিদ্দদের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেরদন করেন। পরে যুব নেতা পলাশ ভৌমিক আলোচনা করতে গিয়ে বলেন, ভারতবর্ষ স্বাধীন হলেও ভগত সিং, সুখদেব, রাজগুরুরা যে ভারতের স্বপ্ন দেখেছিলেন তা আজো তৈরি হয়নি।ভারতের মাটিতে বর্তমানে ধর্ম ও জাতপাতের নাম করে বিভাজনের রাজনীতি তৈরি করা হচ্ছে। সাম্প্রদায়িকতার নাম করে দেশের ছাত্র-যুবদের কর্মসংস্থান- শিক্ষার মূল সমস্যাকে আড়াল করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। দেশে কোটি কোটি বেকার কাজের জন্য হাহাকার করছেন। কিন্তু দেশের সরকার যুবদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারছেন না।এদিকে এদিন সকালে রাজধানীর পোস্ট অফিস চৌমুহনীতে শহীদ ভগৎ সিং, সুখদেব ও রাজগুরুর শহীদান দিবস উদযাপন করা হয় AIDSO,AIDYO,AIMSS যৌথ উদ্যোগে। উপস্থিত ছিলেন তিন সংগঠনের নেতৃত্ব।
তিন শহিদকে স্মরণ করলো বাম ছাত্র যুবরা
119
previous post