আগরতলা : রামনগর বিধানসভার উপভোটে বিপুল ভোটে জয়ী হয়ে পদ্মফুল ফোঁটাবেন দীপক মজুমদার তা একপ্রকার নিশ্চিত।পাশাপাশি নরেন্দ্র মোদীকে ফের দেশের প্রধানমন্ত্রী বানানোর পরিকল্পনা গ্রহণ করতেই সোমবার প্রদেশ বিজেপি কার্যালয়ে হয় বৈঠক। এদিন রামনগর মণ্ডলের সমস্ত বুথ সভাপতি, সাংগঠনিক বিভিন্ন স্তরের কার্যকর্তাদের নিয়ে হয় গুরুত্বপূর্ণ বৈঠক। উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ, রামনগর উপভোটের প্রার্থী তথা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, প্রদেশ বিজেপির সহ-সভাপতি ডাঃ অশোক সিনহা, রামনগর মণ্ডলের সভাপতি সহ অন্যরা। বৈঠক নিয়ে প্রদেশ বিজেপি সভাপতি বলেন, রামনগর উপ-নির্বাচনে যাতে দীপক মজুমদারকে ভালো ভোটের ব্যবধানে জয়ী করা যায় সেই পরিকল্পনা নিতেই বৈঠক। উল্লেখ্য, পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ভোটের দিনেই হবে রামনগরের উপভোট। ইতিমধ্যে প্রচারে নেমে পড়েছেন প্রার্থী সহ কার্যকর্তারা।
উপভোটের পরিকল্পনা নিতে বৈঠক বিজেপির
147
previous post