আগরতলা : লোকসভা নির্বাচনের মুখে ফের কি সন্ত্রাসের বাতাবরণ সৃষ্টির চেষ্টা করা হচ্ছে? মঙ্গলবার রাতে কিন্তু নতুন করে এই প্রশ্নের জন্ম দিল জনমনে। এদিন রাতের বেলা নিজ বাড়িতে আক্রান্ত হয় বাম সমর্থক পরিবার। এপ্রিল মাসের ১৯ তারিখ পশ্চিম লোকসভা আসনের ভোট। এরই মাঝে এই ঘটনা মঙ্গলবার রাতে বাধারঘাট বিধানসভার ও এন জি সি সংলগ্ন এলাকায়। রাত আনুমানিক সাড়ে দশটা নাগাদ কয়েকজন দুষ্কৃতকারী স্থানীয় বাসিন্দা তারক চন্দ্র সাহার বাড়ির সামনে এসে বোতল দিয়ে ঢিল ছুঁড়ে চলে যায়। তখন তারক চন্দ্র সাহার পরিবারের লোকজন রাতের খাবার খাচ্ছিলেন। তারা শব্দ পেয়ে ঘর থেকে বের হতেই হুরমুড়িয়ে ১৫-২০ জনের দুষ্কৃতকারীরা আক্রমণ করে। অভিযোগ তারক চন্দ্র সাহা, উনার মা ও বোনের উপর আক্রমণ করে। ঘটনা জানাজানি হতেই এলাকার লোকজন ছুটে আসে। আক্রান্ত পরিবার প্রশাসনের কাছে সুবিচার প্রার্থনা করেন।
নিজ বাড়িতে আক্রান্ত এক বাম সমর্থক
128
previous post