মুম্বাই : নেতৃত্বাধীন শিবসেনায় যোগ দিলেন বলিউড অভিনেতা গোবিন্দ। সূত্রের খবর, লোকসভা ভোটে মুম্বই উত্তর-পশ্চিম কেন্দ্র থেকে প্রার্থী করা হতে পারে তাঁকে।
২০০৪ সালের লোকসভা ভোটে মুম্বই উত্তর কেন্দ্র থেকে কংগ্রেসের প্রার্থী হিসাবে রাজনীতির পথে যাত্রা শুরু হয়েছিল গোবিন্দের। হারিয়েছিলেন, অটলবিহারী বাজপেয়ী মন্ত্রিসভার সদস্য, জনপ্রিয় নেতা রাম নাইককে। কিন্তু অভিনেতা হিসাবে সফল হলেও রাজনীতির মাঠে বেশি দিন টিকে থাকতে পারেননি তিনি। ২০০৯-এ তাঁকে আর প্রার্থী করেনি কংগ্রেস l
যোগ অধিবেশন চলাকালীন নাকি বেশির ভাগ সময়েই সংসদে অনুপস্থিত থাকতেন গোবিন্দ। এমনকি রাজনীতির সঙ্গে তেমন সক্রিয় ভাবে যুক্তও থাকতেন না তিনি। ২০১৪ এবং ২০১৯ সালের লোকসভা ভোটে মুম্বই উত্তর-পশ্চিম কেন্দ্রে বিজেপির সমর্থনে জয়ী হয়েছিলেন শিবসেনার গজানন কিরীটকর। শিবসেনার ভাঙনের পরে তিনি রয়েছেন উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা (ইউবিটি)-তে। লোকসভা ভোটে ওই কেন্দ্রে গজাননের ছেলে অমলকে প্রার্থী ঘোষণা করেছেন উদ্ধব। প্রসঙ্গত, গত মাসে মুম্বই দক্ষিণের প্রাক্তন কংগ্রেস সাংসদ মিলিন্দ দেওরাও শিন্ডেসেনায় যোগ দিয়েছিলেন।