আগরতলা : প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার যেখানে আদর্শের লড়াই করতেন সেই জায়গায় মোদীজি এমন পরিস্থিতি করে দিয়েছেন যে কংগ্রেস প্রার্থীর জন্য ভোট ভিক্ষা করতে হচ্ছে বাড়ি থেকে বের হয়ে মানিক সরকারকে। এর থেকে দুর্ভাগ্যের আর কি হতে পারে। মানিক সরকার আদর্শচ্যুত হয়েছেন। রবিবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে এই মন্তব্য করেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী তথা লোকসভা নির্বাচন পরিচালন কমিটির কনভেনার প্রনজিত সিংহরায়, কো-কনভেনার তথা সহ-সভাপতি ডাঃ অশোক সিনহা, প্রদেশ বিজেপির মুখপাত্র সুব্রত চক্রবর্তী। প্রদেশ বিজেপি সভাপতি এদিন কংগ্রেস- সিপিএম-র আঁতাতকে অশুভ আখ্যা দিয়ে দুই দলের অতীত তুলে ধরে কটাক্ষ করেন। তিনি অভিযোগ করেন, উত্তর-পূর্বাঞ্চলকে দীর্ঘদিন উপেক্ষিত করে কংগ্রেস বিভাজনের রাজনীতি করেছে। কংগ্রেস কয়েক দশক ধরে ভারতের ঐতিহ্য, সংস্কৃতি, ধর্ম এবং গৌরবকে নির্লজ্জ ভাবে বিসর্জন দিয়েছে।রাজীব ভট্টাচার্য অভিযোগ করেন, ত্রিপুরা রাজ্যেও বৈরী সন্ত্রাসকে প্রাধান্য দিয়ে কংগ্রেস রাজত্ব করেছে। আর তাদের উদ্দেশ্য ছিল বিভাজনের রাজনীতি। আর সেই বিভাজনের রাজনীতি করে উত্তর- পূর্বাঞ্চলকে ভারতবর্ষের মূল ভূখণ্ড থেকে পিছিয়ে রাখা হয়েছে। পাশাপাশি প্রদেশ সভাপতি এদিন ত্রিপুরার কমিউনিস্টের বিরুদ্ধেও সুর চড়ান। তিনি দুর্নীতি, চিটফান্ড ইস্যুতে সিপিএম নেতাদের কাঠগড়ায় দাঁড় করান। কমিউনিস্ট দীর্ঘ ২৫ বছর ও এর আগে ১০ বছর রাজত্ব করেছে। কমিউনিস্টরা রাজ্যকে পিছিয়ে নেওয়ার প্রয়াস করেছে। রাজীব বাবু এদিন দাবি করেন, বর্তমানে বিজেপি সরকার সমাজের প্রত্যেক অংশের মানুষের জন্য কাজ করছে। পাশাপাশি আসন্ন লোকসভা নির্বাচনে পূর্ব ও পশ্চিম আসনে বিজেপি প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য।
কংগ্রেস- সিপিএম-র অতীত তুলে ধরে কটাক্ষ করলেন বিজেপি সভাপতির
122
previous post