আগরতলা : অনলাইনে টাকা পাঠাতে গিয়ে প্রতারণার শিকার আগরতলা শহরের রাজনগরের এক ব্যক্তি। প্রতারিত ব্যক্তি কামরুল হক জানান ৫ এপ্রিল বিকেলবেলা তিনি এক ব্যক্তির কাছে পেটিএমে টাকা পাঠিয়েছেন। কিন্তু ঘন্টাখানেক পরে সেই ব্যক্তি কামরুল হককে জানায় কোন টাকায় তিনি পাননি। সঙ্গে সঙ্গে বিষয়টি পেটিএম গ্রাহক কাস্টমার কেয়ারে ফোন করতে চাইলে কামরুল হকের কাছে পেটিএম কাস্টমার কেয়ারে পরিচয় দিয়ে একটি ফোন আসে ।তখনই উনাকে পেটিএম খুলে একটি নাম্বার ডায়াল করতে বলা হয়। কামরুল হক সে কাজটি করতে গেলেই তিনি দেখেন পরপর ওনার একাউন্ট থেকে প্রায় সাড়ে ৮৭ হাজার টাকা উধাও হয়ে গেছে ।পরে বিষয়টি তিনি সাইবার ক্রাইম এর নজরে নেন ।এরপর তিনি ব্যাংকের সঙ্গে যোগাযোগ করেন। তিনি পশ্চিম থানায় মামলা করেছেন। আগামী দিনে যাতে এ ধরনের প্রতারণার শিকার কেউ না হয় তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আহ্বান জানান ।পাশাপাশি তিনি অনুরোধ জানান উনার একাউন্ট থেকে চলে যাওয়া টাকা যাতে ফেরত পান সেই বিষয়ে ব্যবস্থা যাতে প্রশাসন করে দেন।
প্রতারণার শিকার আগরতলা শহরের এক বাসিন্দা অনলাইনে টাকা পাঠাতে গিয়ে
141
previous post