আগরতলা : ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের সম্প্রতি ঘটে যাওয়া ঘটনা নিয়ে মুখ খুললেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। রবিবার সাংবাদিকদের প্রশ্নোত্তরে প্রতিক্রিয়ায় তিনি মন্তব্য করেন, ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশান ত্রিপুরা রাজ্যের সবচেয়ে ধনি ক্রীড়া সংস্থা। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশানের মধ্যে কিছু টাকা রয়েছে। এই টাকা লুট করার জন্যই একই দলের সমর্থকরা বিভিন্ন নেতা নেত্রির হয়ে এই সকল কর্মকাণ্ড করছে। শনিবারের ঘটনা অনাকাঙ্ক্ষিত। সিপিএম রাজ্য সম্পাদক বলেন একটা বিশৃঙ্খলার বাতাবরন তৈরি হয়েছে রাজ্যে চলমান রাজনৈতিক সামাজিক সকল ক্ষেত্রে । তারই প্রমান টিসিএ অফিসের সামনে ঘটে যাওয়া ঘটনা। তিনি নাম না করে শাসক দল বিজেপির সমালোচনা করে মন্তব্য করেন, তাদের উপর মানুষের ইতিবাচক কোন সমর্থন নেই। তাদের অস্তিত্ব নিয়ে সংশয়ে রয়েছে বিধায়ক সংখ্যা তাদের বেশি থাকলেও তারা। তাদের শীর্ষ নেতৃত্বের মধ্যে বিভাজন শুরু হয়েছে। একটা সময় এইটা থাকবে না। এই সরকার আসার পর প্রতিযোগিতা শুরু হয়েছে কামাইয়ের। যে যে ভাবে পারো কামানোর ধান্ধা। তাড়াতাড়ি কোটিপতি হওয়ার প্রতিযোগিতা চলছে। তার প্রশ্ন রাজ্য টা কোথায় চলে গেছে? তিনি মন্তব্য করেন শীর্ষ নেতৃত্বের মধ্যে বিভিন্ন ধরণের বিভাজন তৈরি হয়েছে।
টি সি এ নিয়ে কামাইয়ের প্রতিযোগিতা চলছে- জিতেন
194
previous post