আগরতলা : রাজ্যজুড়ে চলছে তীব্র দাবদাহ। মানুষ প্রয়োজনে ঘর থেকে বের হতে হচ্ছে ।যেতে হচ্ছে কর্মস্থলে ।তাই পথ চলতি লোকজনকে তীব্র দাবদাহ থেকে কিছুটা নিস্তার দিতে রাজ্যের বিভিন্ন জায়গায় এগিয়ে আসছে সামাজিক সংস্থা, সংগঠন ও বিভিন্ন রাজনৈতিক দল। পথ চলতি লোকজনের মধ্যে বিলি করা হচ্ছে ঠান্ডা পানীয়, কাটা ফল ।এই সামাজিক কাজে পিছিয়ে নেই বিভিন্ন ক্লাবও ।বৃহস্পতিবার রাজধানীর বনেদি ক্লাব পোলস্টার ক্লাবের উদ্যোগে এ ধরনের কর্মসূচি নেওয়া হয়। লেক চৌমুহনী বাজার এলাকায় ব্যবসায়ীদের সহায়তায় ক্লাবের উদ্যোগে পথ চলতি লোকজন ও স্থানীয় মানুষের মধ্যে বিলি করা হয় ঠান্ডা পানীয় ,শরবত ও কাটা ফল তরমুজ _শসা। সেখানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ক্লাবের সভাপতি_ সম্পাদকসহ অন্যান্যরা ।মেয়র আশা ব্যক্ত করেন এধরনের কাজে আগামী দিনে অন্যান্য ক্লাব সামাজিক সংস্থা _স্বেচ্ছাসেবী সংগঠনে এগিয়ে আসবে।
পথচলতি লোকজনের মধ্যে ঠান্ডা পানীয় ও ফল বিলি করল পোলস্টার ক্লাব
149
previous post