আগরতলা : বিজেপি মুখে উপজাতি দরদের কথা বললেও বাস্তবে এরা উপজাতিদের গুরুত্ব দিতে চায় না বিজেপি শাসিত সব রাজ্য গুলিতে একই অবস্থা। রবিবার আগরতলা টাউন হলে যুব কনভেনশনে এই মন্তব্য করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।
কর্মসংস্থানের দাবিতে চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবর মাসব্যাপী দেশব্যাপী যুব জাঠা কর্মসূচী হাতে নিয়েছে বাম যুব সংগঠন ভারতের যুব ফেডারেশন। এইও কর্মসূচী সফল করতে প্রস্তুতি শুরু হয়েছে। রাজ্যেও এরই অঙ্গ হিসেবে রবিবার হয় আগরতলা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ও উপজাতি যুব ফেডারেশনের তরফে রাজ্যভিত্তিক কনভেনশন। উপস্থিত ছিলেন প্রাক্তন যুব নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, সিপিএম রাজ্য সম্পাদক তথা বিধায়ক জিতেন চৌধুরী, যুব নেতা হীমগ্নরাজ ভট্টাচার্য, নবারুণ দেব, পলাশ ভৌমিক সহ অন্যরা। বীর বিপ্লবী শহীদ চন্দ্ৰশেখৱ আজাদের জন্মদিনে হয় এই কনভেনশন। আলোচনা করতে গিয়ে মানিক সরকার বর্তমান অবস্থা তুলে ধরেন। কেন্দ্রে ও বিজেপি শাসিত রাজ্য গুলিতে পড়ে থাকা শুন্যপদে লোক নিয়োগ না করার বিষয় তুলে ধরেন তিনি। কেন্দ্রের নীতির জন্যই যে এসব হচ্ছে তাও উঠে আসে মানিক সরকারের বক্তব্যে। এছাড়াও বিজেপি শাসিত রাজ্য গুলিতেও একই নীতি নিয়ে চলা হচ্ছে বলেও অভিযোগ করেন মানিক সরকার। নাম না করে মানিক সরকার এদিন তিপ্রা মথার সমালোচনা করে মন্তব্য করেন বিগত বিধানসভা নির্বাচনের সময়ে বিজেপিকে সুযোগ করে দেওয়া হয়েছে ক্ষমতায় আসার জন্য, তাদের পেছন থেকে তরুণ প্রজন্মকে জয় করে আনতে হবে।