115
আগরতলা : রাজধানী সহ আশপাশ এলাকায় চোরের উৎপাত অব্যাহত। একের পর এক ঘটছে চুরির ঘটনা। এবার চুরি করে রাতের আঁধারে পুলিসের সামনে পড়ে পালিয়ে গেল চোর। তবে উদ্ধার হয়েছে চুরি যাওয়া রান্নার গ্যাস সিলিন্ডার। ঘটনা ৮ মে গভীর রাতে। জানা গেছে রাতের বেলা টহলে বের হন কলেজটিলা ফাঁড়ির পুলিস। আড়ালিয়া এলাকায় একজনকে দেখে সন্দেহ হয়। তখন পুলিস দেখে এক চোর গ্যাস সিলিন্ডার ফেলে পালায়। পুলিস তল্লাশি চালিয়ে সেখানে ৫ টি রান্নার গ্যাস সিলিন্ডার বাজেয়াপ্ত করে। পরের দিন যাদের বাড়ি কিংবা দোকান থেকে সিলিন্ডার চুরি হয়েছে তারা অভিযোগ জানান। পুলিস যাচাই করে প্রকৃত মালিকদের হাতে গ্যাস সিলিন্ডার গুলি তুলে দেন। গ্যাস সিলিন্ডার পেয়ে খুশি মালিকরা।