ভারত রত্ন সংঘ ও ত্রিপুরা স্পোর্টস স্কুলের নিয়ম রক্ষার ম্যচ ড্র

আগরতলা : ভারত রত্ন সংঘ ও ত্রিপুরা স্পোর্টস স্কুলের নিয়ম রক্ষার ম্যচ ড্র ।ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন পরিচালিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন ফুটবল প্রতিযোগিতায় সোমবার মুখোমুখি হয় ভারত রত্ন সংঘ ও ত্রিপুরা স্পোর্টস স্কুল।উমাকান্ত মিনি স্টেডিয়ামে লিগের নিয়ম রক্ষার ম্যাচে দুই দল মুখোমুখি হয়।ম্যাচটি গোলশূন্য অবস্থায় ড্র করে পয়েন্ট ভাগাভাগি করে নেয় উভয়দল। লিগে ভারত রত্ন সংঘ ৫ ম্যাচে ১ টি ম্যাচে জয়, ২ টি ম্যাচ ড্র ও ২ টি ম্যাচে পরাজিত হয়ে ৫ পয়েন্ট সংগ্রহ করে। অন্যদিকে এিপুরা স্পোর্টস স্কুল ৫ ম্যাচে ১ টি ম্যাচে জয় ১ টি ম্যাচ ড্র ও ৩ টি ম্যাচ পরাজিত হয়ে ৪ পয়েন্ট সংগ্রহ করে।

Related posts

টি এফ এ পরিচালিত কাজল স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করলো টাকারজলা দ্বাদশ

আগামী বছরের ১ জানুয়ারি থেকে আমতলী দ্বাদশ স্কুল মাঠে শুরু হতে যাচ্ছে কমল কাপ ক্রিকেট টুর্নামেন্ট

জাতীয় আসরে অংশ নিতে চলা যোগা দলকে সংবর্ধনা