আগরতলা : খুব কম টাকা মাসোয়ারা পান। অথচ সদস্য পদের জন্য বার্ষিক টাকা নেওয়ার পরেও বিভিন্ন কথা বলে অতিরিক্ত টাকা বিভিন্ন সময়ে নেওয়া হয় অঙ্গনওয়াড়ি কর্মী- সহায়িকাদের কাছ থেকে। কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীদের সমস্যা সুরাহায় এগিয়ে আসেন না বর্তমানে থাকা বিভিন্ন সংগঠনের নেতৃত্ব।সমস্যা নিয়ে কর্মীদের নিজেদেরই দপ্তরের কাছে যেতে হয়। পাশে থাকে না পুরনো কিংবা নতুন নতুন গজিয়ে উঠা অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের জন্য সংগঠন গুলির নেতৃত্ব। শনিবার সাংবাদিক সম্মেলনে নাম না করে এই সংগঠন গুলির বিরুদ্ধে ক্ষোভ জানান কতিপয় অঙ্গনওয়াড়ি কর্মী- সহায়িকা।তাদের অভিযোগ সংগঠন গুলি কোন সাহায্য করে না। ফলে এসব সংগঠন করে তাদের কি লাভ। তাই বিভিন্ন সংগঠনে থাকা এই অঙ্গনওয়াড়ি কর্মী- সহায়িকারা সদস্যপদ ছেড়ে দিয়েছেন। সিদ্ধান্ত নিয়েছেন নিজেরাই সংগঠন গড়ে তোলার। সেই মতো তারা অল ত্রিপুরা অঙ্গনওয়াড়ি হেল্পার ও ওয়ার্কার ইউনিয়ন গড়ে তুলেছেন।শনিবার এই সংগঠনের ত্রফেই সাংবাদিক সম্মেলন করা হয়। এদিন তারা নিজেদের গড়ে তোলা সংগঠন ছাড়া আগের সংগঠন গুলির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলেন।
অঙ্গনওয়াড়ি কর্মী- সহায়িকারা নতুন সংগঠন গড়ে তুলেছেন
807