আগরতলা : মণিপুর ইস্যুতে ত্রিপুরায় সরব শ্রমিক-ক্ষেতমজুর-শিক্ষক- কর্মচারীরা। মঙ্গলবার শ্রমিক- কৃষকের পরেই রাজধানীতে স্লোগান সোচ্চার বিশাল মিছিল করে ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি আইচ বি রোড। মণিপুরের এই বীভৎসতা মানবতার কলঙ্ক। এর বিরুদ্ধে রুখে দাঁড়ান। এই বার্তায় আগরতলা শহরে বিকেলে বিক্ষোভ মিছিল বের করেন শিখক-কর্মচারীরা। এদিন মেলারমাঠ থেকে বের হয় মিছিল। বিভিন্ন রাজপথ পরিক্রমা করে মিছিল। মিছিলে ছিলেন কর্মচারী নেতা স্বপন বল, মহুয়া রায় সহ অন্যরা। মণিপুরে ভ্রাতৃঘাতী দাঙ্গায় বর্তমান অবস্থা তুলে ধরে শিক্ষক-কর্মচারী নেতা স্বপন বল বলেন, ৫০ হাজারের বেশি মানুষ বাড়ি ঘর ছাড়া। তিনি বলেন, মণিপুরের যে বীভৎসতা অতীতের সমস্ত ভ্রাতৃঘাতী দাঙ্গার রেকর্ডকে ম্লান করে দিয়েছে।এই দাঙ্গা আর চলতে দেওয়া যায় না। তারা দাবি জানান, মণিপুরে শান্তি প্রতিষ্ঠা যাতে দ্রুত হয়। যারা মারা গেছেন তাদের পরিবারের একজনকে সরকারি চাকরি দেওয়ার দাবি জানান স্বপন বাবু। যারা আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের যাতে পর্যাপ্ত আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হয়।
মণিপুরে শান্তি প্রতিষ্ঠার দাবিতে রাজপথে শিক্ষক- কর্মচারীরা
199
previous post