আগরতলা : লোন দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ একটি বেসরকারি সংস্থার যুগ্ম অধিকর্তার বিরুদ্ধে। সুবিচার চেয়ে আমতলী থানার দ্বারস্থ ফের প্রতারিত সংস্থার এক কর্মচারী। জানা গেছে আমতলী স্কুল সংলগ্ন এলাকায় ডি এল এন্ড ভারত ফিনান্স এন্ড ইউটিলিটি সার্ভিসেস নামক একটি সংস্থা অফিস খুলেছিল। এই অফিসের যুগ্ম অধিকর্তা ছিলেন দেবাশিস দে। কয়েকজন বেকার যুবককে কাজে নিয়োগ করা হয়। অভিযোগ এই সংস্থা লোন দেওয়ার কথা বলে মানুষের কাছ থেকে কর্মচারীদের মাধ্যমে টাকা তুলে। প্রথম দিকে কয়েকজনকে লোণ দিলেও অনেকেই টাকা পাননি বলে অভিযোগ। এর মাঝেই ২০২৩ সালের নভেম্বর মাসে আচমকা এই সংস্থা কাজকর্ম বন্ধ করে দেয়।ঋণ দেবার নামে সাধারণ মানুষের কাছ থেকে কমপক্ষে তিন কোটি টাকা হাতিয়ে নিয়েছে এই সংস্থার দায়িত্বে থাকা দেবাশিস দে। অভিযুক্ত দেবাশীষ দে-‘র বিরুদ্ধে আমতলী থানাসহ মহকুমা প্রশাসকসহ পশ্চিম জেলার পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ জানায় কর্মচারীরা। কারণ তারা মানুষের কাছ থেকে টাকা এনেছে। স্বাভাবিক ভাবেই লোন না পেয়ে লোকজন তাদের চাপ দিচ্ছেন। এতে মহাসমস্যায় পড়েছেন তারা।অভিযোগ পুলিস কোন কিছুই এখন পর্যন্ত উদ্ধার করতে পারছে না।বুধবার ফের আমতলী থানার পুলিসের দ্বারস্ত হন সংস্থার কর্মচারী মনোজ দত্ত। তিনি জানান সংস্থায় তিনিসহ আরো সাতজন কর্মী কাজ করতেন। প্রত্যেকের সঙ্গে প্রতারণা করেছেন দেবাশীষ দে। প্রত্যেককে দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে ঋণ দেওয়ার নামে টাকা সংগ্রহ করিয়েছেন অভিযুক্ত। তবে তিনি জানান পুলিসের তরফে বলা হয়েছে অভিযুক্তের নামে কোন সম্পত্তিই তারা পায়নি যে সেগুলি নিয়ম মেনে ক্রোক করা হবে। স্বাভাবিকভাবেই দিশেহারা প্রতারিত কর্মচারী।দাবি উঠেছে পুলিস সুষ্ঠু তদন্ত ক্রমে যাতে অভিযুক্তকে গ্রেপ্তার করে এবং গ্রাহকদের টাকা ফেরত দিতে পদক্ষেপ নেয়।
সুবিচার চেয়ে ফের পুলিসের দ্বারস্থ কর্মচারী
149